Posts

Showing posts from July, 2020

শুভ জন্মদিন

Image
#রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক, প্রনম্য কেশবজীর শুভ জন্মদিনে প্রনাম জানাই।    ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি।

নবনিযুক্ত পর্যবেক্ষক

Image
বিজেপির, হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের নবনিযুক্ত পর্যবেক্ষক, পুরুলিয়ার সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন ।

#ভারত মায়ের বীর পুত্র , স্বাধীনতা সংগ্রামী শহীদ সর্দার উধম সিং জী'র বলিদান দিবসে শত কোটি প্রণাম ।

Image
১৯১৯-এর জালিয়ানওয়ালা বাগের হত‍্যাকাণ্ডের খলনায়ক মাইকেল ও ডায়ারকে তার দেশের মাটিতে গিয়ে হত‍্যা করেন(কক্সটন হল, লণ্ডন ১৩মার্চ ১৯৪০) সর্দার উধম সিং। আজকের দিনে(৩১শে জুলাই) সেই বীরকে ফাঁসি দেওয়া হয়।ভারত মায়ের বীর পূত্রকে কোটি কোটি প্রণাম।

বঙ্গ রাজনীতিতে আরও এক উজ্জ্বল নক্ষত্রের পতন !!

Image
পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, ৭ বারের বিধায়ক সৌমেন মিত্র'র আকস্মিক প্রয়ানে আমরা শোকাহত। তার আত্মার চির শান্তি কামনা করি। ওম শান্তি 

পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজ ভুলন্ঠিত !

Image
•আবার ও খুন বিজেপি কর্মী:- বিজেপি কর্মী গৌতম পাত্র মথুরাপুর লোকসভার অন্তর্ভুক্ত সাগর বিধানসভার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের 2 নং বুথের সম্পাদক ছিলেন। ওনার বাড়ীর সদস্যদের অভিযোগ তৃণমূল নেতা অরুণ প্রামানিক ও তার সঙ্গীরা সালিশি সভার নামে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে ও মেরে ঝুলিয়ে দেয়। গতকাল রাত আড়াইটা নাগাদ বাড়ির লোকেরা দেহটা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। #tmckillsdemocracy