বিজেপির, হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের নবনিযুক্ত পর্যবেক্ষক, পুরুলিয়ার সাংসদ তথা রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন ।
•আবার ও খুন বিজেপি কর্মী:- বিজেপি কর্মী গৌতম পাত্র মথুরাপুর লোকসভার অন্তর্ভুক্ত সাগর বিধানসভার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের 2 নং বুথের সম্পাদক ছিলেন। ওনার বাড়ীর সদস্যদের অভিযোগ তৃণমূল নেতা অরুণ প্রামানিক ও তার সঙ্গীরা সালিশি সভার নামে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে ও মেরে ঝুলিয়ে দেয়। গতকাল রাত আড়াইটা নাগাদ বাড়ির লোকেরা দেহটা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। #tmckillsdemocracy