Posts

Showing posts from August, 2020

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ।

Image
  ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন শ্রদ্ধেয় প্রণব মুখার্জি'র প্রয়াণে অত্যন্ত  শোকাহত ! ওনার আত্মার চিরশান্তির কামনা করি।  ওঁ শান্তি 🙏🙏

শুভ জন্মদিন রথীন্দ্র দা ।

Image
 রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের জন্মদিনে জানাই  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।  সুস্থ থাকুন, ভালো থাকুন দাদা ।।

প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ।

Image
  মহান যুগ পুরুষ, কবি ভারতরত্ন, প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী জী-র প্রয়াণ দিবসে  শ্রদ্ধাঞ্জলি ।

স্বাধীনতা দিবস ।

Image
  74 তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন ।। #HappyIndependenceDay2020 #Jai Hind🇮🇳 #Bharat Mata ki Jai 🇮🇳 🇮🇳

#জন্মাষ্টমী

Image
  #জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় ভারতীয় জনতা কিষাণ মোর্চা রাজ্য সভাপতি মাননীয় মহাদেব সরকার মহাশয় ।

প্রধানমন্ত্রী কৃষি সন্মান নিধি যোজনা ।

Image
   ৮.৫ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭,১০০ কোটি টাকা ট্রান্সফার করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী। #PMKishanYojna

জয় শ্রী কৃষ্ণ ।

Image
শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  

কিষাণ মোর্চা।

Image
  নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তাহেরপুরে বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মাননীয় মহাদেব সরকার মহাশয়...

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কে আন্তরিক অভিনন্দন ।

Image
पश्चिम बंगाल कृषको द्वारा प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी को धन्यवाद  

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।

Image
  "তুমি রবে নীরবে হৃদয়ে মম"                আজ ২২ শে শ্রাবণ , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯ তম প্রয়ান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী ।।

শুভ জন্মদিন ।

Image
ভারতীয় সংস্কৃতির সমার্থক, মৃদুভাষী এবং তেজস্বিবী বক্তা, প্রাক্তন বিদেশমন্ত্রী, পদ্মভূষণ মাননীয়া সুষমা স্বরাজ জী'র প্রথম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা ও প্রনাম 

#একটি_হোমাগ্নিশিখার_কথা

Image
মহাকাল, সন্ন্যাসী তুমি। তোমার অতলস্পর্শ ধ্যানের তরঙ্গ-শিখরে উচ্ছ্রিত হয়ে উঠছে সৃষ্টি আবার নেমে যাচ্ছে ধ্যানের তরঙ্গতলে। প্রচণ্ড বেগে চলেছে ব্যক্ত অব্যক্তের চক্রনৃত্য, তারি নিস্তব্ধ কেন্দ্রস্থলে তুমি আছ অবিচলিত আনন্দে। ১৯০৫ সাল, দেশ বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল ,স্থান মেদিনীপুর , বছর শেষ হয়ে আসছে ; হাড় হিম করা শীত পড়েছে।  হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর মানে বাঙ্গালার অঘ্রাণ পৌষ মাসে  তখন বঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা পড়ত। তায় জাগায়টা মেদিনীপুর। সেখানের মাঘ মাস আগমনের পূর্বেই শীতের প্রকোপে বাঘ নিজে থেকেই পালাত। তাছাড়া সন্ধ্যা হলেই সে সময় রাস্তাঘাট নিঝুম হয়ে যেত , তার উপর শীত কাল ,সুতরাং রাস্তায় একটা অলৌকিক নিস্তব্ধতা , নির্জনতা বিরাজ করত।  এমনি এক সন্ধ্যায় নিঝুম মেদিনীপুরের রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন হেমচন্দ্র ( দাস) কানুনগো। এমন সময় তিনি বাইকের আলোয় দেখলেন রাস্তা থেকে কিছু দূরে কয়েকজন ছেলে গুটিসুটি মেরে জটলা করে বসে আছে। এমন শীতের রাত্রে এই এমন করে কারা রাস্তার ধারে বসে থাকতে পারে ? হয় আর্ত ,না হয় চোর ডাকাত আর না তো.....আচ্ছা যা উনি ভাবছেন তাই নয়তো। আরেকটু এগিয়ে গেলেন ......

ভগবান শ্রী রামের আরাধনা

Image
#ভারতীয় জনতা কিষাণ মোর্চা রাজ্য সভাপতি মাননীয় মহাদেব সরকার মহাশয় এর উদ্যোগে ভগবান শ্রীরামের আরাধনায় নদীয়া জেলা কিষাণ মোর্চা । #জয় শ্রীরাম 🚩🚩

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদী জী

Image
#প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী শ্রীরাম জন্মভূমি মন্দিরের ভূমিপুজা করছেন। #JaiShriRam

জয় শ্রীরাম

Image
রাম মন্দিরের নকশা প্রকাশ করল রাম জন্মভূমি ট্রাস্ট।

শুভ রাখি বন্ধন ।

Image
#সকলকে রাখীবন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ।।
Image
#কোরোনা আক্রান্ত মাননীয় অমিত শাহ জী !   ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য কামনা করি 🙏🙏

শুভ জন্মদিন

Image
আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়,(যিনি পি সি রায় নামেও পরিচিত। ২ আগস্ট ১৮৬১ - ১৬ জুন ১৯৪৪) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। তার জন্ম অবিভক্ত বাংলার যশোর জেলায় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। ওনার জন্ম জয়ন্তিতে বিনম্র শ্রদ্ধা।।