শুভ জন্মদিন



আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়,(যিনি পি সি রায় নামেও পরিচিত। ২ আগস্ট ১৮৬১ - ১৬ জুন ১৯৪৪) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। তার জন্ম অবিভক্ত বাংলার যশোর জেলায় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন।
ওনার জন্ম জয়ন্তিতে বিনম্র শ্রদ্ধা।।

Comments

Popular posts from this blog

#ভারত মায়ের বীর পুত্র , স্বাধীনতা সংগ্রামী শহীদ সর্দার উধম সিং জী'র বলিদান দিবসে শত কোটি প্রণাম ।

মহাকাল ট্রফি 2022

বিজেপি রাজ্য সভাপতির এক বৎসর পূর্তি