সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা ।
বর্ষার মেঘভার সরে শরৎ - আলোর উঁকিঝুঁকি শুরু হলেই বাঙালির মন হিসেব নিয়ে বসে দূর্গোউৎসব আসতে আর কত দেরি । দুর্গোৎসব শরৎকালের উৎসব বলে দুর্গোৎসবের আর এক নাম শারদোৎসব । দূর্গাপূজা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । ধনী -গরীব নির্বিশেষে সকল মানুষের মহা মিলনে এমন সার্বজনীন ভাবটি আর কোনো উৎসবে দেখা যায় না । উৎসবের পটভূমিটি অপূর্ব সুন্দর । বর্ষার বৃষ্টিধোয়া নীলাকাশে সোনালী আলোর আলপনা । শিশিরভেজা দূর্বাদল ঝরে পড়া মুঠো মুঠো শিউলি । নদীতীরে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মেলা । মাঠে মাঠে সবুজ ধানের সমারোহ । প্রকৃতির এই অপূর্ব লীলা বৈচিত্রের মাঝে মা শারদ লক্ষ্মীর হয় অকালবোধন । শ্রীরামচন্দ্র রাবণবোধের উদ্দ্শ্যে মা দুর্গার অকালবোধন করেছিলেন শরৎকালে । বাঙালি প্রতি শরৎ ঋতুতে মা দুর্গার বধন করে সেই ঐতিহ্যকে বহন করে চলেছে । মা দুর্গার কাছে প্রার্থনা করছি সকলে ভালো থাকুন । Covid বিধি মেনে চলুন । স্যানিটাইজার , মাস্ক ব্যবহার করুন । পুজোর দিনগুলি খুব সুন্দর কাটুক ।
Comments
Post a Comment