শান্তিপুর উপনির্বাচনে শাসকদল TMC দিবাস্বপ্ন দেখছেন ।

শান্তিপুর উপনির্বাচনে জয় লাভ করার দিবা স্বপ্ন দেখছে তৃনমূল কংগ্রেস।

বিগত নির্বাচন গুলিতে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হিংসার শিকার হতে হয়েছে এবং তাদের রক্ত দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে রক্তাত্ত করা হয়েছে।শান্তিপুরের বিপ্লব সিকদার কে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে হত্যা করা হয়। 

শান্তিপুরের তাঁত শিল্প আজ ধংশের মুখে ।

আগামী ৩০ শে অক্টোবর শান্তিপুরের মানুষ ভারতীয় জনতা পার্টি কে ভোট দিয়ে জয় লাভ করাবে। 

বললেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি শ্রী মহাদেব সরকার ।



Comments

Post a Comment

Popular posts from this blog

#ভারত মায়ের বীর পুত্র , স্বাধীনতা সংগ্রামী শহীদ সর্দার উধম সিং জী'র বলিদান দিবসে শত কোটি প্রণাম ।

মহাকাল ট্রফি 2022

বিজেপি রাজ্য সভাপতির এক বৎসর পূর্তি