খানাকুলে বিক্ষোভ সমাবেশ

পশ্চিমবঙ্গে পেট্রোল ও ডিজেলের উপর কর কমানোর দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত খানাকুল বিধানসভায় বিজেপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ মহাশয়। বিজেপি কিষাণ মোর্চার হাওড়া, হুগলী মেদিনীপুর জোনের কনভেনার শ্রী অনিমেশ ঘোড়ুই, জেলার সহ সভাপতি শ্রী সুব্রত রানা ও অন্যান্য নেতৃত্ব ।



খানাকুল বিধানসভা ।





Comments

Popular posts from this blog

#ভারত মায়ের বীর পুত্র , স্বাধীনতা সংগ্রামী শহীদ সর্দার উধম সিং জী'র বলিদান দিবসে শত কোটি প্রণাম ।

মহাকাল ট্রফি 2022

বিজেপি রাজ্য সভাপতির এক বৎসর পূর্তি