আজ খানাকুলে উপস্থিত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বোস ।
বারংবার নদী বাঁধ ভেঙে খানাকুলে বন্যা প্লাবিত হলেও শাসক দলের কোনো ভ্রুক্ষেপ নেই । যার ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । জলের তলায় বহু মাটির বাড়ি ভগ্নদশা অবস্থায় আজও অব্যাহত । কৃষিপ্রধান খানাকুলের বহু কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে , তা সত্বেও রাজ্য সরকার কোনোরকম চাষীদের সাহায্য করছে না । যার জন্য চাষীরা আজ আর্থিক সংকটের সম্মুখীন । পক্ষপাতিত্ব করা হচ্ছে ভ্যাকসিনে, যার ফলে কোভিড ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগন । তাই আজ খানাকুল বিধানসভার ২ নং বিডিও অফিসে শাসক দল TMC সরকারের বিরুদ্ধে ,সাধারণ মানুষের ২০ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো । উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বোস , খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ , বিজেপি কিষাণ মোর্চার হাওড়া, হুগলী, মেদিনীপুর জোনের কনভেনার অনিমেশ ঘোড়ুই, এছাড়া উপস্থিত ছিলেন জেলা, মণ্ডল, এবং বুথ স্তরের লড়াকু নেতৃত্ব ও সমর্থক ।