Posts

Showing posts from October, 2021

আজ খানাকুলে উপস্থিত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বোস ।

Image
বারংবার নদী বাঁধ ভেঙে খানাকুলে বন্যা প্লাবিত হলেও শাসক দলের কোনো ভ্রুক্ষেপ নেই । যার ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । জলের তলায় বহু মাটির বাড়ি ভগ্নদশা অবস্থায় আজও অব্যাহত । কৃষিপ্রধান খানাকুলের বহু কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে , তা সত্বেও রাজ্য সরকার কোনোরকম চাষীদের সাহায্য করছে না । যার জন্য চাষীরা আজ আর্থিক সংকটের সম্মুখীন ।   পক্ষপাতিত্ব করা হচ্ছে ভ্যাকসিনে, যার ফলে কোভিড ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগন  । তাই আজ খানাকুল বিধানসভার ২ নং বিডিও অফিসে শাসক দল TMC সরকারের বিরুদ্ধে ,সাধারণ মানুষের ২০ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হলো ।   উপস্থিত ছিলেন  রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বোস , খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ , বিজেপি কিষাণ মোর্চার হাওড়া, হুগলী, মেদিনীপুর জোনের কনভেনার অনিমেশ ঘোড়ুই,  এছাড়া উপস্থিত ছিলেন জেলা, মণ্ডল, এবং বুথ স্তরের লড়াকু নেতৃত্ব ও সমর্থক ।

শাসকদল তৃণমূলের কাছে আমরা নীতি আদর্শ শিখব না ।

"শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভোট প্রচারে এসে বললেন বাংলাদেশে যেমন জামাত আছে,আমাদের দেশেও বিজেপি আছে,বিজেপি সাম্প্রদায়িক"   পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি কিষাণ মোর্চা রাজ্য সভাপতি শ্রী মহাদেব সরকার  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে বলেন , একটু ভালো করে পড়াশোনা করুন আপনার জানার অনেক অভাব আছে দরকার হলে প্রাইমারি তে আবার ভর্তি হন। আপনারা হয়তো ভুলে গেছেন প্রধানমন্ত্রীর যে যোজনা গুলি আছে সেগুলি দেশের প্রত্যেকটা মানুষের জন্যে।দেশে ১০০ কোটিরও বেশি ভ্যাক্সিনেশন   সম্পূর্ন হয়েছে।সেখানে কোন ভেদাভেদ করা হয়নি। ভারতীয় জনতা পার্টির কাছে দলের থেকে দেশ আগে। ভারতীয় জনতা পার্টি ৩৬৫ দিন মানুষের পাশে থেকে কাজ করে। সেই জন্যে ব্রাত্য বসু কিংবা তৃনমূলের কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখবনা ।।

শান্তিপুর উপনির্বাচনে শাসকদল TMC দিবাস্বপ্ন দেখছেন ।

Image
শান্তিপুর উপনির্বাচনে জয় লাভ করার দিবা স্বপ্ন দেখছে তৃনমূল কংগ্রেস। বিগত নির্বাচন গুলিতে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হিংসার শিকার হতে হয়েছে এবং তাদের রক্ত দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে রক্তাত্ত করা হয়েছে।শান্তিপুরের বিপ্লব সিকদার কে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে হত্যা করা হয়।  শান্তিপুরের তাঁত শিল্প আজ ধংশের মুখে । আগামী ৩০ শে অক্টোবর শান্তিপুরের মানুষ ভারতীয় জনতা পার্টি কে ভোট দিয়ে জয় লাভ করাবে।  বললেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি শ্রী মহাদেব সরকার ।

সকলকে দূর্গা পূজার শুভেচ্ছা ।

Image
বর্ষার মেঘভার সরে শরৎ - আলোর উঁকিঝুঁকি শুরু হলেই বাঙালির মন হিসেব নিয়ে বসে দূর্গোউৎসব আসতে আর কত দেরি । দুর্গোৎসব শরৎকালের উৎসব বলে দুর্গোৎসবের আর এক নাম শারদোৎসব  । দূর্গাপূজা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । ধনী -গরীব  নির্বিশেষে সকল মানুষের মহা মিলনে এমন সার্বজনীন ভাবটি আর কোনো উৎসবে দেখা যায় না । উৎসবের পটভূমিটি অপূর্ব সুন্দর । বর্ষার বৃষ্টিধোয়া নীলাকাশে সোনালী আলোর আলপনা । শিশিরভেজা দূর্বাদল  ঝরে পড়া মুঠো মুঠো শিউলি । নদীতীরে গুচ্ছ গুচ্ছ কাশফুলের মেলা । মাঠে মাঠে সবুজ ধানের সমারোহ । প্রকৃতির এই অপূর্ব লীলা বৈচিত্রের মাঝে মা শারদ লক্ষ্মীর হয় অকালবোধন । শ্রীরামচন্দ্র রাবণবোধের উদ্দ্শ্যে মা দুর্গার অকালবোধন করেছিলেন শরৎকালে । বাঙালি  প্রতি শরৎ ঋতুতে মা দুর্গার বধন করে সেই ঐতিহ্যকে বহন করে চলেছে । মা দুর্গার কাছে প্রার্থনা করছি সকলে ভালো থাকুন ।  Covid বিধি মেনে চলুন । স্যানিটাইজার , মাস্ক ব্যবহার করুন ।   পুজোর দিনগুলি খুব সুন্দর কাটুক ।  সকলকে শুভ দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।  মা দুর্গার কৃপায় সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক ...